০৫ জুন ২০১১

Band Guru Azam Khan has died
We feel him..

২টি মন্তব্য:

  1. ---- " আমি তোমার থেকে দুরত্ব কামনা করি যাতে তুমি আরো কাছে আসতে পারো ।" -----

    আজ রাতের গাড়ীতে নাটোর চলে যাবো । প্রায় আড়াই মাস পরে গ্রামের মাটিতে পায়ের স্পর্শটা একটু বেশিই অনুভূতি জাগাবে । তবে বাড়ীতে যাওয়া মানে অনলাইন অফলাইন, তাই আপনাদের কাছ থেকে কিছুদিন দূরে থাকবো । আরবী সাহিত্যের শ্রেষ্ঠ কবি ইমরুল কায়েস বলেছিলেন " আমি তোমার থেকে দুরত্ব কামনা করি যাতে তুমি আরো কাছে আসতে পারো ।" সুতরাং এ দুরত্ব আরো কছে এনে দিবে ।



    সামনে বিশ্ব মুসলিম উম্মার সর্ব বৃহৎ আনন্দ যজ্ঞ পবিত্র ঈদুল ফিতর । সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা । আপনারা ভালো থাকবেন, ঈদের আনন্দে মাতোয়ারা হবেন, ঈদের দিনগুলোর ঘণ্টা- মিনিট - সেকেন্ড কাটবে সবচেয়ে শান্তিময় এই প্রত্যাশা । --------- সকলকে ঈদ মোবারক ।

    উত্তরমুছুন
  2. পদার্থ বিজ্ঞানের গতিবিদ্যায় মুক্তিবেগ হলঃ

    -- যে সর্বনিম্ন গতিবেগে কোন বস্তুকণা কোন গ্রহ থেকে কেন্দ্রবিমুখী দিকে ছুড়ে দিলে তা আর ঐ গ্রহে ফিরে আসেনা তাকে ঐ গোলকের মুক্তিবেগ (Escape velocity) বলে।



    ধরা যাক, কোন গ্রহের ভর M, বস্তু ঐ গ্রহ থেকে নিক্ষেপ করা হয় তার ভর m

    অতএব, গ্রহপৃষ্ঠে ঔ বস্তুকণার মহাকর্ষীয় স্থিতিশক্তি = -( GMm/R)



    পদার্থ বিজ্ঞানের এই সংজ্ঞার সাথে মুক্তির সংজ্ঞার আমি মিল খুজে পাই ।

    - আমরা কারাগারে বন্দী হলে পুনরায় ঐ খানে ফিরে যেতে চাইনা , কষ্টের নদী পার হলে ঐ নদীতে পুনরায় যেতে চাইনা, দাসত্ব জীবন থেকে মুক্তির পর আর দাসত্ব জীবন চাইনা ।

    উত্তরমুছুন