রোম্যান্টিক মুভি -
সবাইকে রোম্যান্টিক কিছু মুভি দেখার দাওয়াত ।।
জুলিয়া রবার্টস আর রিচার্ড গেরের রোম্যান্টিক ছবি ‘প্রিটি ওম্যান’ । যৌনকর্মী ভিভিয়ানের সঙ্গে দেখা হয় ধনী ব্যক্তি জনের ৷ মামুলি দেখা থেকে তৈরি হয় সিনেদুনিয়ার অন্যতম সেরা রোম্যান্টিক ছবি ৷ ভিভিয়ান হয়ে জুলিয়া রবার্টস আর জন রূপী রিচার্ড গেরের অনবদ্য রয়ায়নে ‘প্রিটি ওম্যান’ আজও জনপ্রিয় ৷
শুধুমাত্র একটা রাত, জীবন এবং সব কিছুকে কিভাবে বদলে দিতে পারে Before Sunrise মুভিটি আপনাকে বলে দিবে ।একজন আমেরিকান তরুন তার ইউরোপ ভ্রমণের সময় ট্রেনে পরিচয় হয় ফরাসি তরুণীর সাথে । কিছুক্ষন কথা বলার পরেই তারা অনেকটা খেয়ালের বশেই সিদ্ধান্ত নেয় একটা রাত ভিয়েনার রাস্তায় কাটাবে ! মাত্র একটা রাত, ভিয়েনার রাস্তা, দুজনের কথা, অনেকটা দুজনের অজান্তেই ভালবেশে ফেলা ! আর তারপর....................................
সবাইকে রোম্যান্টিক কিছু মুভি দেখার দাওয়াত ।।
জুলিয়া রবার্টস আর রিচার্ড গেরের রোম্যান্টিক ছবি ‘প্রিটি ওম্যান’ । যৌনকর্মী ভিভিয়ানের সঙ্গে দেখা হয় ধনী ব্যক্তি জনের ৷ মামুলি দেখা থেকে তৈরি হয় সিনেদুনিয়ার অন্যতম সেরা রোম্যান্টিক ছবি ৷ ভিভিয়ান হয়ে জুলিয়া রবার্টস আর জন রূপী রিচার্ড গেরের অনবদ্য রয়ায়নে ‘প্রিটি ওম্যান’ আজও জনপ্রিয় ৷
শুধুমাত্র একটা রাত, জীবন এবং সব কিছুকে কিভাবে বদলে দিতে পারে Before Sunrise মুভিটি আপনাকে বলে দিবে ।একজন আমেরিকান তরুন তার ইউরোপ ভ্রমণের সময় ট্রেনে পরিচয় হয় ফরাসি তরুণীর সাথে । কিছুক্ষন কথা বলার পরেই তারা অনেকটা খেয়ালের বশেই সিদ্ধান্ত নেয় একটা রাত ভিয়েনার রাস্তায় কাটাবে ! মাত্র একটা রাত, ভিয়েনার রাস্তা, দুজনের কথা, অনেকটা দুজনের অজান্তেই ভালবেশে ফেলা ! আর তারপর....................................
Before Sunrise এর পরের পর্ব Before Sunset. ভিয়েনায় একসাথে কাটানো সেই
রাতের নয় বছর পর আবার দেখা হয় তাদের। নয় বছরে বদলে গেছে অনেক কিছু ।
একজন এখন বিখ্যাত লেখক এবং বই প্রকাশের জন্যে আসে প্যারিসে, দেখা হয়ে যায়
। বদলে গেছে জীবনও কিন্তু নয় বছর আগের সেই রাতের অনুভুতি কি বদলে গেছে !
নাকি এখনও আগের মতই আছে ? এতদিন পর যখন আবার দেখা হল তখন সময় নেই ! সন্ধার
পরেই যে চলে যেতে হবে, মাত্র কয়েকটা ঘণ্টা সময় আছে হাতে । কি করবে ওরা ?
ওরা কি পারবে এই অল্প সময় টুকু নিজেদের করে নিতে ? সেই রাত টার মতো ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন